বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। মিছিলে মিছিলে মুখর রাজধানীর নয়া পল্টন এলাকা।
শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ের আশপাশের এলাকা ছড়িয়ে যায় জমায়েত।
সমাবেশস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সমাবেশের মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা। বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। সকাল ১০টার মধ্যেই ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তা দখল করে নেন সমর্থকরা। সড়কের দুই পাশ দখল করে মিছিল স্লোগান দিতে থাকেন তারা।
এছাড়া পল্টন ও এর আশেপাশের এলাকাগুলোতেও দলের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। কয়েকজন জানিয়েছেন, গণপরিবহন কম থাকায় এবং পুলিশি তল্লাশির কারণে তারা ভেঙে ভেঙে নয়া পল্টনে এসেছেন। কাকরাইল থেকে নয়াপল্টনের দিকের প্রায় সব রাস্তা মানুষে ভরে গেছে।