সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল ৯.৩০ টার দিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও মহানগর উওর ও দক্ষিণ ছাত্রদলের নেতা কর্মীরা ।
রবিবার (১২ নভেম্বর) সকাল ৯.৩০ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত এক দফা’র দাবী তে অবরোধের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু , যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনি’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় , অবরোধ সমর্থনে মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা মোঃ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা রাজা পারভেজ, এবং ছাত্রদল নেতা মোঃ মিরাজ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দরা । মিছিল টি প্রেস ক্লাবে শুরু হয়ে পুরানা পল্টন মোড় গিয়ে শেষ হয়।
এ সময় নেতা কর্মীদের অবরোধের সমর্থনে ও সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।