সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল ১১ টার দিকে রাজধানীর বিজয় নগরে এ একটি বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও মহানগর উওর ও দক্ষিণ ছাত্রদলের নেতা কর্মীরা ।
রবিবার (০৩ ডিসেম্বর ) সকাল ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত এক দফা’র দাবী তে অবরোধের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু , যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খানের নেতৃত্বে রাজধানীর বিজয় নগর এ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলো ঢাকা মহানগর উওরের ছাত্রনেতা হাসান, মিরাজ এবং মহানগর দক্ষিণের ছাত্রনেতা রাজ পারভেজ , গাজীপুর শ্রীপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক সুমন উপস্হিত ছিলেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল টি শেষ হয়।
এ সময় নেতা কর্মীদের অবরোধের সমর্থনে,নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল প্রত্যাখান করে ও সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।