মহামারী করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে দেশে একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে সনাক্ত হয়েছেন আরো ১৩ হাজার ৩২১ জন রোগী।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এর আগে ১১ই জুলাই একদিনে ২৩০ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৩১ জনের মৃত্যুতে প্রাণহানি ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ।