1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ / অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি জিতেছে বাংলাদেশ।

রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫৯ রানে জয় পেয়েছে তরুণ টাইগাররা। এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতলো বাংলাদেশ।

এদিন ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান করে আজিজুল হক তামিমের দল।

জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতীয়রা। ফলে ৫৯ রানের বড় ব্যবধানের জয় লেখা হয় বাংলাদেশের পাশে।

এর আগে ২০১৯ যুব এশিয়া কাপ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নেমে বাংলাদেশ ৫ রানে হেরেছিল ভারতের কাছে। সর্বশেষ ২০২৩ আসরে দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে ইয়াং টাইগাররা।

এ নিয়ে মোট দুইবার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের শিরোপা জিতলো। অন্যদিকে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD