বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রশিবির। লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার।