1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামের এক ইজিবাইকচালককে হত্যার পর মরদেহ গুম মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার শুনানিতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে সকালে পুলিশি নিরাপত্তায় সুজনকে আদালতে চত্বরে নেওয়া হলে লোকজন ‘ভুয়া ভুয়া, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট নিখোঁজ হন আল আমিন। এ ঘটনায় তার বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রিমান্ড আবেদনের শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, সুজন মোবাইল ফোনে গুম ও পরে হত্যার নির্দেশ দিয়েছেন। আমরা শুনানিতে বলেছি, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সেই রেকর্ড বের করা সম্ভব। মামলার বাদী আমাদের একটি এফিডেভিট দিয়েছেন। যাতে তিনি বলেছেন, আসামি সুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তার সঙ্গে কোনো শত্রুতা নেই। আমরা তার রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি বলেন, যেহেতু ভিকটিমকে বা তার মরদেহ পাওয়া যায়নি, তাই রহস্য উদঘাটনের জন্য আসামির রিমান্ড প্রয়োজন ছিল। এটি আদালত অনুধাবন করেছেন। বিধায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, আসামিপক্ষ যে এফিডেভিট দেখিয়েছে, আদালতে তাতে কোনো সাক্ষীর সই নেই। এটি সাজানো। এই মামলা কোনোভাবে আপসযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক রেলমন্ত্রী সুজনকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হয়।।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD