সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বন্যপ্রাণী রেঞ্জ।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার জালালীয়া রোডবার্ড পার্ক এন্ড ব্রিড্রিং সেন্টার থেকে ২টি ভালুক, ১টি বানর ও ১টি শকুন উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ও বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গলের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র।
এ ব্যাপারে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান- অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল কর্তৃক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।