আবারো একজনকে এক সাথে ২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে মো. রোকনুজ্জামান নামে ৩৬ বছরের এক যুবককে ১ মিনিটের মধ্যে ২ বার টিকা দেওয়া হয়। রোকনুজ্জামান দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী মো. রোকনুজ্জামান জানান, তিনি জেনারেল হাসপাতালে গিয়ে টিকা দেওয়ার জন্য চেয়ারে বসেন। এ সময় একজন নার্স তার বাম হাতে ভ্যাকসিন দেন। ১ মিনিটের মধ্যে তিনি কিছু বুঝে ওঠার আগেই আরেকজন নার্স এসে আবারও ভ্যাকসিন দেন। সাথে সাথে তিনি বিষয়টি বললে তাকে টিকাদান কক্ষের পাশে একটি শয্যায় শুইয়ে রাখা হয়। এছাড়া বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে নির্দেশও দেয় স্বাস্থ্যকর্মীরা। তিনি জানান, এখন তার শরীর ঝিনঝিন করছে এবং দুর্বল লাগছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মুরাদ হোসেন ওই যুবককে একসাথে ২ ডোজ টিকা দেয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ভুল করে ২ বার টিকা দেওয়া হয়েছে। ওই যুবকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তিনি সুস্থ আছেন। তিনি নিজেও তাকে দেখে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।