ঢাকার কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। কালাম নামে ওই হাজতি মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২.৪৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবুল নামে কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী বলেন, রাতে হাজতি মো. কালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে এক হাজতিকে রাতে নিয়ে এসেছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে