ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫জন আহত হয়েছেন।
গতকাল (শনিবার) দুপুরে উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লিপ্ত হওয়া গ্রাম দুটি হচ্ছে পরমানন্দপুর ও ফতেপুর।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নদীর মধ্যে দুই নৌকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রোববার রাতে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিরোধ নিরসনে উভয় গ্রামের সরদার ও মুরব্বিদের নিয়ে আলোচনা হয়েছে।